স্টাফ রিপোর্টার: প্রচারণার প্রথম দিনেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার, সড়ক ও জনবহুল এলাকায় প্রার্থী ও তাঁর সমর্থকেরা গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন জানান। অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারাভিযানে উপস্থিত নেতাকর্মীরা জানান, মেহেন্দিগঞ্জের মানুষ পরিবর্তন চায়। বিগত দিনের বৈষম্য, দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীক একটি শক্তিশালী বার্তা বহন করছে। প্রথম দিনের সাড়াই প্রমাণ করে জনগণ এই প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাওলানা আবদুল জব্বার বলেন, আমি নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও শান্তি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে।
প্রচারণা কালে তার সাথে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান ও মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলামসহ ১০ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারণার শুরুতেই এমন জনসাড়া দাঁড়িপাল্লা প্রতীকের জন্য নির্বাচনী মাঠে ইতিবাচক বার্তা দিচ্ছে।