প্রশাসন জনগণের সেবক হিসেবে দ্বায়িত্ব পালন করবে-সরফুদ্দিন সান্টু

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন সান্টু বলেন, প্রশাসন জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। জনগণের সেবা করতে হবে। কারণ ওই জনগণের অর্থেই কিন্তু বেতন-ভাতা সব কিছু আসে। প্রশাসন কেন দল করবে? প্রশাসন হবে নির্দলীয়। যে দলই আসুক না কেনো তারা জনগণের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে।

২০নভেম্বর,বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা একথা বলেন তিনি।

সান্টু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বিগত দিনে জাতির বিবেক হিসেবে সাংবাদিকতা মর্যাদা পায় নাই। সমাজে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা ভালো কিছু লিখলে জাতির জন্য উন্নয়ন হবে। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশ গড়া সম্ভব না। জাতীয় স্বার্থে সাংবাদিকরা এক হলে দেশের উন্নয়ন সম্ভব। স্বাধীনতার ইতিহাস বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। ইতিহাসকে বিকৃত করা যায় না। স্বাধীনতার ইতিহাস অতিতে যেভাবে বিকৃত হয়েছে সেটা যোনো ভবিষ্যতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাধীনতা সংগ্রামে অনেক নেতার অবদান আছে তা স্বীকার করতে হবে। কাউকে বড় কাউকে ছোট করে দেখা ঠিক না।

এসময় তিনি বলেন, শহীদ জিয়া সেদিন স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিকামী মানুষ যুদ্ধে নামতো না। তার ঘোষনার কারনেই মানুষ সেদিন যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তাই তাদের অবদান ভোলা সম্ভব না। শহীদ জিয়া ক্যাপ্টেন থেকে দেশের রাষ্ট্র প্রধান হয়েছেন সেটি এমনিতে হয়নি। তিনি সৎ ও যোগ্য চিলেন বলে দেশের প্রধান হয়েছিলো। সৎ কর্মী খুঁজে না পেলে সমাজের উন্নয়ন সম্ভব না। আমরা এখন থেকেই যদি উদ্যোগ না নেই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়েছে যাবে। আপনারা আমাকে অনেক বিশেষায়িত করেছেন আমি এতো বড় মানুষ না আমি খুব ছোট একজন মানুষ। মানুষ হিসেবে জন্মগ্রহন করেছি মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। আমার আগে থেকেই একটা দর্শন ছিলো কাফনের কাপরে তো পকেট নেই। কাজেই কখন কে চলে যাই তার নিশ্চয়তা নেই।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তবর্তকালীন সরকারকে সময় দিতে হবে সময় না দিলে কোন কিছু করা সম্ভব নয়। এটা চালানো এতো সহজ নয় যে বল্লাম আর চলে গেলো। এটা করতে সময় লাগবে। এখন নির্বাচন কমিশন নাই আগে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তাদেরকে সময় দিতে হবে। তারা সংস্কারের কাজ করছে। একটা নির্বাচন মুখের কথা নয়, যেখানে নির্বাচন কমিশন বিলুপ্ত সেখানে নির্বাচন কিভাবে হবে। নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের সময় দিতে হবে দেশে অনেক ভূয়া ভোটার রয়েছে তাদের শনাক্ত করতে হবে বাদ দিতে হবে এর পর নির্বাচন এটি একটি প্রক্রিয়া। এটা তো আর ও ছেমরি তোর বিয়া এমনটা না। তাই তাদেরকে সময় দিতে হবে।

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অস্থায়ী ভাবে কোথাও বসতে চাইনা। আমার দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি মেয়র নির্বাচন করবো। তা না হলে আমি আসবো না।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে মিট দ্য রিপোর্টার্সে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহাম্মেদ বাবলুসহ জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ।

Comments (০)
Add Comment