প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

২৮ মে, রবিবার বেলা ১১ টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মানববন্ধন করেন বরিশাল জেলা ও বিভাগের বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দ সহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মোসাঃ শাহনাজ পারভীন, সভাপতি, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, বরিশাল বিভাগ।

বক্তব্যে তিনি বলেন, ৯ জানুয়ারি ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা মতে বাংলাদেশে একটিও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবেনা। ৬৪ হাজার ৯০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও আমাদের বিদ্যালয় বিহিন গ্রাম গুলো তে তৃতীয় ভাগেও ৪ হাজার ১৫৯ টি বিদ্যালয় বঞ্চিত হলো জাতীয় করণ হওয়া থেকে। প্রায় ১৬ হাজার শিক্ষক রয়েছে এ সকল স্কুল গুলোতে। রয়েছে লাখ খানেক ছাত্র-ছাত্রী। এ স্কুল গুলোতে থাকা ছাত্র -ছাত্রী উপবৃত্তি -টিফিন সহ সরকারি সুবিধা সমূহ থেকে বঞ্চিত। শিক্ষকগণ পাচ্ছেন না ভাতা বেতন এমনকি সম্মানিও। ২০১৯ সালে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে বিভিন্ন প্রশাসনিক মহল আশ্বাস দিলেও তা প্রতিফলন ঘটেনি। আমরা এর সুষ্ঠ সমাধান চাই এবং দ্রুত আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয় করণের দাবি জানাই।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য প্রদান করেন রফিকুল ইসলাম, সভাপতি,বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি,বরিশাল জেলা শাখা। পটুয়াখালী জেলা মো রুহুল আমিন সাধারণ সম্পাদক।

বক্তাগণ ১০০০ প্রকল্প পরিবর্তে প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী ২৭ মে ২০১২ সালের পূর্বে প্রতিষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, ছাত্র- ছাত্রীদের উপবৃত্তি প্রদান এবং শিক্ষকদের বেতন ভাতা প্রদানের দাবি জানান।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা, ঝালকাঠি জেলা,ভোলা জেলা,পিরোজপুর জেলা,তালতলী বরগুনা সহ বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলা বেসরকারি প্রাথমিক সমিতির নেতৃবৃন্দ সহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

বক্তাগণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের চলতি মে মাসে কোনো সমাধান না পেলে প্রধানমন্ত্রী কার্যালয় সহ সচিবালয়ে অবস্থান নিবার ঘোষণা দেন।

মানববন্ধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বরিশাল এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Comments (০)
Add Comment