নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও ভারতে মুসলিমদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
১৯ মার্চ,বুধবার নগরীর নতুল্লাবাদ বাসস্টান্ড এলাকায় ও টাউন হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বরিশালের সর্বস্তরের তাওহীদী ওলামা-জনতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল শাখার নেতৃবৃন্দরা।
ছাত্রশিবিরের বরিশাল মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ডাক্তার রেজওয়ানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা: রেজওয়ানুল ইসলাম বলেন, এই পৃথিবীতে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার বেশির ভাগই সৃষ্টি করেছে ইহুদিরা। যুদ্ধ বিরতির নামে বহু নাটক করে আবার সেই যুদ্ধবিরতি নিজেরাই ভঙ্গ করে বহু শিশুদের হত্যা করেছে। ইসরাইল পশ্চিমে শক্তি ও আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় এবং সমর্থনে এই ধরনের গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করুন এবং এখনই ইজরায়েলিদের বিচারের মুখোমুখি দাঁড় করান।
ছাত্রশিবিরের বরিশাল মহানগরের সেক্রেটারি হাসান মাহমুদ নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।
এর আগে দুপুরে নগরীর নতুল্লাবাদ বাসস্টান্ড এলাকায় বরিশালের সর্বস্তরের তাওহীদী ওলামা-জনতা ব্যানারে একই অভিযোগে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
যেখান বক্তারা বলেন, গাজায় মুসলমান নিধনে নারী শিশু নির্বিচারে গণহত্যায় গোটা বিশ্ববাসী ক্ষুব্ধ। মুসলিমদের রক্তের বন্যা বইছে ফিলিস্তিনে।
এসময় বক্তারা মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত, নৃশংসতা চালানো হলেও জাতিসংঘের কোন পদক্ষেপ না থাকায় এসব সভা থেকে তীব্র সমালোচনা করা হয়।