বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র জন্মবার্ষিকীতে ১৬৫ নারীকে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে ১৬৫ নারী আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সহায়তা তুলে দেওয়া হয়। জন্মদিনের এই অনুষ্ঠান সরকার প্রধান শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবলোকন করেন।

অনুষ্ঠানে বরিশাল জেলার ১০টি উপজেলার ৭৫ জন ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৫০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় ৪০ জন দরিদ্র নারীর মাঝে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিরা। পাশাপাশি ৮৫টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে সর্বোচ্চ ৪০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২৫ হাজার টাকা করে মোট ২৬ লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

Comments (০)
Add Comment