ববির শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় অভিযোগ-প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণ ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়েরের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

২৯ এপ্রিল, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ববির সামনে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করে শিক্ষার্থীরা।

এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যাত্রীদের চরম ভোগান্তি হয়। এ রিপোর্ট লেখার সময় রাত পৌঁনে ১০টায় অবরোধ চলছিল।

এ সময় সাবেক আওয়ামীলীগ নেতা ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ ৪ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায় বিক্ষুব্ধরা। আন্দোলন দমাতে সাধারণ ডায়েরি দায়েরের ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণ বলে জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, হামলা মামলা দিয়ে শিক্ষার্থীদের দমন করা যাবেনা। স্বৈরাচারী হাসিনা যেভাবে হামলা-মামলা দিয়ে বিরোধী মতকে অন্যায়ভাবে দমন করতে চেয়েছিলো! ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই কাজই করছে।
তিনি আরও বলেন, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল করতে হবে। সাধারণ ডায়েরি অবিলম্বে প্রত্যাহারসহ স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের দায়ে ববি উপাচার্য শুচিতা শরমিনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

বাসযাত্রী আবদুর রহমান বলেন, পটুয়াখালী যেতে বাসে উঠে বিপদে পড়েছি। মহাসড়ক আটকে দেয়ায় ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

ববির শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় অভিযোগ-প্রতিবাদে মহাসড়ক অবরোধ
Comments (০)
Add Comment