বরিশালের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল জেলা পর্যায়ের কর্মকর্তা, সুধীজন ও সংবাদ কর্মীদের সাথে বরিশালের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৭ জুলাই, মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বরিশালের নবাগত জেলা প্রশাসক  শহিদুল ইসলামের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তা,  সুশীল সমাজ, সুধীজন, সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম বার, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ ফারুক আহমদ, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা সিকদার, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রফেসর ড. গোলাম কিবরিয়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল সাড়ে ১১ টায় জেলার সুশীল সমাজ, সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, নাট্যজন সৈয়দ দুলাল, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আবদুস সাত্তার বীর উত্তম, সেইন্ট বাংলাদেশর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে।

দুপুর সাড়ে ১২ টায় বরিশাল জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন।  বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব এসএম জাকির হোসেন,  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল এর সভাপতি এম আর প্রিন্স, এটিএন বাংলা টিভির মোঃ হুমায়ুন কবির, এখন টিভির বরিশাল প্রতিনিধি ফেরদৌস সোহাগ, রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুরুতে সকলের সাথে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বরিশাল জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Comments (০)
Add Comment