নিজস্ব প্রতিবেদক: বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনালজির এক ছাত্রকে একাধিকবার সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় তোলপার সৃষ্টি হয়েছে ইন্সটিটিউটটিতে।
অভিযুক্ত মিজানুর রহমান ফার্মেসী বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক। বৃহস্পতিবার স্বাস্থ্য। অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরণ করা অভিযোগের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে সমকামিতার প্রস্তাব দেওয়ার মেসেজগুলো আট পৃষ্ঠায় প্রিন্ট করে সংযুক্ত করা হয়েছে। অভিযোগকারি ওই ছাত্র জানান,
চুক্তিভিত্তিক শিক্ষক মিজানুর রহমান নানা ভাবে ভয় দেখিয়ে কু প্রস্তাব ও সমকামিতার প্রস্তাব দিতাে। শুধু আমাকে নয়, অনেক ছাত্রকেই সে এই প্রস্তাব দিয়েছে। কলেজের ছাত্ নেতাদের সাথে সু সর্ম্পক থাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না। আমার সাথে মেসেঞ্জারে কথােপকথনে একাধিকবার আমাকে সমকামিতার প্রস্তাব দিয়েছে। তার এই কু প্রস্তাবের কেউ প্রতিবাদ করলে তাকে মাদক সহ পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি এই শিক্ষক লেবাসধারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি
ছাত্রের অভিযোগের সাথে সংযুক্ত আট পৃষ্ঠায় প্রিন্ট করা মেসেঞ্জারের কথোপকথনে ওই ছাত্রকে অনেকবার শিক্ষক মিজানুর রহমানকে তার রুমে ডাকার পাশাপাশি অশ্লীষ ভাষায় সমকামিতার প্রস্তাব দেয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে। এসকল অভিযোগের বিষয়ে ফার্মেসী বিভাগের চুক্তিভিত্তীক শিক্ষক মিজানুর রহমান বলেন, এটা পুরোপুরি একটি ষড়যন্ত্র। আমি শিক্ষার্থীদের প্রাইভেট ভালো পড়ানোর কারণে অন্য শিক্ষকরা চক্রান্ত করে আমার বিরুদ্ধে এসব করাচ্ছে। ছাত্রদের সাথে ইয়ারকি ফাজলামো করে অনেক কথাই বলি, তবে সমকামিতার কিছু বলিনাই। আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা এটা।