বরিশালে এনআইডি সার্ভার নতুন কমিশনে পাঠানোর বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় বরিশাল নগরীতেও জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে নতুন কমিশনের কাছে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে ও ‘স্ট্যান্ড ফর এনআইডি’ উপলক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আঞ্চলিক ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সংলগ্ন এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আমাদের এনআইডি সার্ভার একটি সন্তানের মত যা ২০০৭ সাল থেকে পরিচর্যা করে আসছি। আমরা এ জরুরী ও গুরুত্বপূর্ণ সার্ভিস জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। যা সাধারণ মানুষও আমাদের কাছে সার্ভার রাখার পক্ষে বিভিন্ন স্থানে বিবৃতি দিচ্ছে। আমরা আমাদের পরিষেবা অন্য কমিশনের হাতে যেতে দিবো না।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা অহেদুজ্জামান মুন্সি বলেন, আমাদের সব থেকে বড় ও সুন্দর সেবা হচ্ছে এ জাতীয় পরিচয় পত্র সেবা। আমাদের এ সেবা নতুন কমিশনের কাছে স্থানান্তরের পরিকল্পনা কুট সিদ্ধান্ত বলে মনে করছি। আমরা এ সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তর সাথে একাত্মতা রেখে বরিশালেও অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

বরিশালে এনআইডি সার্ভার নতুন কমিশনে পাঠানোর বিরুদ্ধে মানববন্ধন
Comments (০)
Add Comment