বরিশালে চার অ্যাম্বুলেন্স ব্যাবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও ট্যাক্সটোকেন না থাকায় চারজন চালককে একলাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপসাতালের সামনে থাকা অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এর নেতৃত্বে অভিযানে ১২টি অ্যাম্বুলেন্স জব্দ করে কাগজপত্র, ফিটনেস, ট্যাক্সটোকেন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাঁছাই করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় জানান, চারটি অ্যাম্বুলেন্স চালক প্রয়োজনীয় কাগজপ্রত দেখাতে না পারায় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর দুটি ধারায় মোট একলাখ ১৫ হাজার টাকা জমিরানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানান তিনি।

Comments (০)
Add Comment