বরিশালে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

 বরিশালে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে ৪ অক্টোবর, মঙ্গলবার সার্কিট হাউজ বরিশাল এর সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) প্রফেসর শাহ সাজেদা, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সংরক্ষিত নারী কাউন্সিলর ৭,৮,৯ বরিশাল সিটি কর্পোরেশন কহিনুর বেগমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং কন্যা শিশুরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা কন্যা শিশুর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি কন্যা শিশুর উদ্দেশ্যে কন্যা শিশুদের হাতে ফুলেল শুভেচ্ছা জানান।

Comments (০)
Add Comment