বরিশালে জাতীয় বীমা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ 
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এই শ্লোগান নিয়ে বরিশালে জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

১মার্চ,বুধবার জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি নগরীর সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম,পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বীমা কোম্পানিতে জাতির পিতার যোগদানের এই তারিখকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করেছে সরকার। প্রতি বছরের ন্যায় এ বছরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে এ সভার আয়োজন করা হয়েছে ।

Comments (০)
Add Comment