বরিশালে জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে  জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় হাঁস-মুরগি পালন ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
২৫ জুন,বুধবার দুপুরে  মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল এর বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বরিশাল এর আয়োজনে মৎস্য প্রজনন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কাশীপুর বরিশাল এর হলরুমে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের ক্ষুদ্র উদ্যোক্তায় পরিনত করার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় ২টি ব্যাচের হাঁস-মুরগি পালন ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক  মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জেলা দপ্তর বরিশাল মোঃ হান্নান মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তি দাসসহ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের কর্মকর্তা/কর্মচারী ও পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীবৃন্দ।
 শুরুতে অতিথিরা প্রশিক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণের শুভ সূচনা করে বক্তব্য প্রদান করেন।
বরিশালে জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের উদ্বোধন
Comments (০)
Add Comment