বরিশালে কিশোর এবং পুরুষকে নিয়ে জেন্ডার বৈষম্য দূর ও পরিবেশ রক্ষায় কর্মশালা 

স্টাফ রিপোর্টার : বরিশালে কিশোর এবং পুরুষকে সম্পৃক্ত করে জেন্ডার বৈষম্যতা দূরের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে কর্মশালা হয়েছে।

 

শনিবার (১৮ মে) নগরীর একটি হলরুমে অর্ধশত তরুণকে নিয়ে দিনভর এ কর্মশালা হয়। পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট, প্রতীকি যুব সংসদ এবং বেডস এর আয়োজনে এ কর্মশালা হয়েছে।

 

কর্মশালায় অতিথি ছিলেন, প্রতীকি যুব সংসদের চেয়ারপার্সন আমিনুল ইসলাম, ইয়ুথনেটের এ্যাডভোকেসী অ্যাডমিন আরিফুর রহমান, জেলা সমন্বয়কারী আশিকুর রহমান, ইকোম্যানের প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা প্রমুখ।

বক্তারা বলেন, বরিশালে কিশোর এবং পুরুষকে আরো বেশি সচেতন করতে হবে। পাশাপাশি পরিবেশকে সুরক্ষা করতে হবে। বর্তমানে জেন্ডার বৈষম্যতা একটি অন্যতম সমস্যা। সমাজে এ বিষয়গুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করা দরকার।

Comments (০)
Add Comment