নিজস্ব প্রতিবেদকঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
১০ ডিসেম্বর,বুধবার সকাল ১০ টায় কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজনে বিভাগীয় প্রশাসন বরিশাল এর বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্দেশ আলম, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার বরিশাল ফারজানা ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অংশগ্রহনকারী খেলোয়াড়বৃন্দ। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন চরফ্যাশন সরকারি কলেজ ভোলা বনাম মুলাদী সরকারী কলেজ। ৬টি জেলার মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই টুর্নামেন্টে।