বরিশালে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
 ‘উদ্ভাবনী উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ – এই স্লোগান নিয়ে ১৯ নভেম্বর, শনিবার জেলা প্রশাসন, বরিশাল এর আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), বরিশাল খোন্দকার মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, বরিশাল এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল প্রফেসর শাহ সাজেদা।
 এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল মনদীপ ঘরাইসহ আরও অনেকে। শুরুতে অতিথিরা ফিতা কেটে ও বেলুন, ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
 পরে সংক্ষিপ্ত এক আলোচনায় তারা ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২’ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।এরপর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা চলবে আগামীকাল ২০ নভেম্বর পর্যন্ত। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০টি স্টল রয়েছে।
Comments (০)
Add Comment