বরিশালে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে মহিলা কলেজ শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে সারা বাংলাদেশের নারীর প্রতি আগ্রাসন ও ধর্ষকের দ্রুত বিচারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যে বক্তব্যে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করবার জন্য এবং নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত ধৈর্য্যের সাথে দায়িত্ব পালনে যে নির্দেশ তিনি দিয়েছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা সেনা প্রধানের কাছে জানতে চাই, বল প্রয়োগ না করে কীভাবে আসামিকে আইনের আওতায় আনা সম্ভব ? যেখানে যে রকম বল প্রয়োগ করা প্রয়োজন তিনি সেভাবে কেন পদক্ষেপ নিতে বললেন না ? বর্তমান সময়ে পুলিশ নড়াচড়া দিচ্ছে না তাহলে মানুষ যাবে কার কাছে ? আমরা শুধু একটি কথা বলতে চাই, ওয়াকার সাহেব আপনার ও আমাদের মধ্যেকার সম্পর্ক এই দেশ এবং দেশের সার্বভৌমত্বের।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশে এতোসব ধর্ষণ, অনিয়ম, এমনকি লাল গামছা পড়ে চাঁদাবাজি করছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেনটা কি। যদি তিনি রাষ্ট্রের নিরাপত্তা ভাঁড় বহনে ব্যর্থই হন তাহলে তাকে পদ ছেড়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এসময় শিক্ষার্থীরা ৭ দফা জানিয়ে বলেন, বিচার কার্য চলাকালীন ধর্ষিতা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পারিবারিক যৌন সহিংসতায় প্রশাসন মামলা না নিলে জনগণের হাতে ধর্ষক কে তুলে দিতে হবে, ধর্ষণের মামলা বিশেষ ট্রাইবুনাল গঠন করে তদন্তসহকারে দ্রুত নিষ্পত্তি করতে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও মামলার খরচ রাষ্ট্রের নিতে হবে, ধর্ষণ ও ইভটিজিং এবং মলেস্টিং এর কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, আসামি নিশ্চিত কবার ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সেল গঠন কার্যকর করতে হবে।

এ মানববন্ধনে সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক, নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল মহানগর যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া।

বরিশালে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে মহিলা কলেজ শিক্ষার্থীরা
Comments (০)
Add Comment