বরিশালে নৌ পুলিশ ও র‌্যাবের অভিযানে ২৫ জেলে আটক

 

বরিশাল প্রতিনিধি:   নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ অভয়াশ্রমে মাছ শিকার করার অভিযোগে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও  র‌্যাব।

 

এ সময় তাদের কাছ থেকে  ২ লাখ মিটার অবৈধ জাল ও ২০ কেজি ইলিশ উদ্ধার করে তারা। জেলা মৎস্য বিভাগের সহায়তায়  ৯মার্চ ,বুধবার সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়।

 

মৎস্য বিভাগ সূত্র জানায, ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশ অভয়াশ্রমে পহেলা মার্চ থেকে ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ।

 

 

জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, গতকাল সকাল থেকে জেলার কালাবাদর, গজারিয়া ও মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে ২৫ জন জেলেকে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ সহ আটক করা হয়েছে।

 

 

 

অভিযানে নেতৃত্বদানকারী জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হবে। ভ্রাম্যমান আদালতের বিচার অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments (০)
Add Comment