বরিশালে প্রথমবারের মত সরকারি উদ্যোগে শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় বরিশালেও প্রথমবারের মত সরকারিভাবে বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চল।
র‌্যালিটি সরকারি বরিশাল কলেজ প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার বের হয়ে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফম বাহারুল আলম, ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল কলেজ অধ্যক্ষ আব্বাস উদ্দিন খান, সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
র‌্যালিতে বরিশাল নগরীর প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নিয়েছেন।
Comments (০)
Add Comment