বরিশালে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায়  অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।
বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেল থেকে জানা গেছে,০৪ অক্টোবর ,শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ছগির হোসেনে এর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম নগরীর কোতয়ালী মডেল থানাধীন ২৩ নং ওয়ার্ড, চৌ-মাথা সংলগ্ন নবগ্রাম রোডস্থ উদয়ন প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে,রোকেয়া বেগম নামের এক নারী মাদক কারবারীকে ২২ (বাইশ) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
আটক নারী মাদক কারবারী রোকেয়া বেগম (৫৩) সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা খলিলুর গাজীর স্ত্রী।
আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদব্র্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Comments (০)
Add Comment