বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ক্লাসরুম সংকটের কারণ দেখিয়ে দখলে নিয়েছে নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)।
২৭আগস্ট,বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই দুই প্রতিষ্ঠান দখল করে নেয় শিক্ষার্থীরা।
নির্মাণ সম্পন্নের চূড়ান্ত পর্যায়ে থাকা স্থাপনা দুটি এখনও হস্তান্তর করেনি নির্মাণকারী প্রতিষ্ঠান। এসময় ববি শিক্ষার্থীরা নভোথিয়েটার দখলে নিয়ে অ্যাকাডেমিক ভবন ৩ লেখা ব্যানার টাঙিয়ে দেয়। এর আগে শিক্ষার্থীরা চতুর্থ দিনের মত ববির মূল গেটের সামনের বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে জনদুর্ভোগ দেখা দেয়।
শিক্ষার্থীদের বক্তব্য, প্রায় এক মাস ধরে অবকাঠামোগত সংকট, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কেউ শিক্ষার্থীদের সঙ্গে আজ পর্যন্ত যোগাযোগ করেনি। তাই এই স্থাপনা দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এখন থেকে এই স্থাপনা দুটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ৩ হিসাবে ব্যবহৃত হবে।
এর আগে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা স্থাপনা দুটি দখলের ঘোষণা দেয়। এরপর ববির ছাত্রাবাসসহ পাশ্ববর্তী মেস বাসায় থাকায় শিক্ষার্থীরা এসে যুক্ত হয়ে মিছিল করে ববির পার্শ্ববর্তী নভোথিয়েটার ও ভোলা রোড সংলগ্ন নির্মাণাধীন বিটেক ভবন দখলে নেয়।
ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরে গণ স্বাক্ষর মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি সহ মহাসড়ক অবরোধ করে থাকলেও আমাদের দাবির বিষয়ে কেউ কর্নপাত করেননি। তাই বাধ্য হয়ে আমরা স্থাপনা দুটি নিয়ন্ত্রণে নিয়েছি। কারণ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭টি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের পাঠদানের জন্য কক্ষ আছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে।
বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।