বরিশালে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান,জেলা প্রশাসন ও বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল,সোমবার সকালে বরিশাল বিএম স্কুল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রভাতী অনুষ্ঠান।

গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিল্পীরা নতুন বছরকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে চারুকলা বরিশালের ব্যানারে অংশগ্রহণকারীরা বের করেন আনন্দ শোভাযাত্রা, যা বিএম স্কুল থেকে শুরু হয়ে নগরীর সদর রোডে গিয়ে শেষ হয়।

এছাড়াও জেলা প্রশাসন, বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল বিএনপির পক্ষ থেকে ও পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আয়োজনে বৈচিত্র আনতে জেলা প্রশাসনের উদ্যোগে বেলস পার্কে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা।

প্রতিদিনই এই মেলায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন গান, নাচ ও নাটক।

Comments (০)
Add Comment