বরিশালে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। 

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী কে বেগম বশিরুনেচ্ছা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
 ১১ এপ্রিল,সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে পরিষদের নিজস্ব কর্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বেগম বশিরুনেচ্ছা শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা, রাবেয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা সহসভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুস্প রানীসহ বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের বিভিন্ন কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বশিরুনেচ্ছা শিক্ষা বৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
Comments (০)
Add Comment