বরিশালে ই-কমার্স প্রশিক্ষণ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বাণিজ্য মন্ত্রণালয় এর ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পের উদ্যোগে ই-কমার্স প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে সনদ প্রদান করেন জেলা প্রশাসক  জসীম উদ্দীন হায়দার।
 ৭ এপ্রিল, বৃহস্পতিবার  ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পের উদ্যোগে ই-কমার্স প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মুশফিকুর রহমান, সমন্বয়ক বরিশাল বিভাগ ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো প্রকল্প মোঃ সাইফুল্লাহ রেজাসহ প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মধ্যে দিয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার পরে তিনি অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
Comments (০)
Add Comment