বরিশালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসাবে শাড়ি বিতরণ করেছেন বিএনপির চেয়ারপার্সনের  উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

২৮সেপ্টেম্বর,রবিবার দুপুরে নগরীর মথুরানাথ পাবলিক স্কুল মাঠে নিজস্ব অর্থায়নে এক হাজার পিস শাড়ি বিতরণ করেন তিনি।

এসময় বিএনপি’র নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুখার্জি কুডু, বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যালবার্ট রিপন বল্লভ ও সাধারণ সম্পাদক লিমন সাহা কানু প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। একটি গ্রুপ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই অপচেষ্টাকে আমরা রুখে দেবো।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা হবে।

Comments (০)
Add Comment