বরিশালে বিজ্ঞান আ‌ন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:  অন্যায্য ফি’র চাপে কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যার দায় রাষ্ট্রকে নেওয়া সহ মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী সহ ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিজ্ঞান আ‌ন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বিজ্ঞান আ‌ন্দোলন ম‌ঞ্চের সংগঠক বিজন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটি সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বাসদ সদস্য কাজল দাস, সমাজতা‌ন্ত্রিক ছাত্রফ্রন্ট ব‌রিশাল মহানগর সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জের সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ, লামিয়া সায়মন প্রমূখ।

এসময় ডা: মনীষা চক্রবর্তী ব‌লেন, ‌শিক্ষক হৃদয় মন্ডলকে প‌রিক‌ল্পিতভা‌বে ফাসা‌নো হ‌য়ে‌ছে। অ‌নে‌কে ব‌লে‌ছে তা‌কে নিরাপত্তা দি‌তে কারাগা‌রে রাখা হ‌য়ে‌ছে, এই সরকার কি এখন জে‌লে রে‌খে একজন শিক্ষক‌কে নিরাপত্তা দি‌চ্ছে। এটা রা‌ষ্ট্রের জন‌্য উ‌দ্বেগজনক। বাই‌রে তার প‌রিবারও হুম‌কির ম‌ধ্যে র‌য়ে‌ছে। যারা শিক্ষক হৃদয় মন্ডল‌কে ফা‌সি‌য়ে‌ছে তা‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবী কর‌ছি।

মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।

Comments (০)
Add Comment