বরিশালে বিধবা’র জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল সিটি করপোরেশন এলাকার ৩নং ওয়ার্ডের মতাসার এলাকার বাসিন্দা কহিনুর বেগম (৪৭) নামের এক বিধবার জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভূক্তভোগী বিধবা নারী ও তার সন্তানরা।
বিধবার নারীর পক্ষে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তার ছেলে সিরাজ হাওলাদার বলেন, মতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর পশ্চিম কোনের ৯ শতাংশ জমির মালিক তার পিতা মৃত ফারুক হাওলাদার। পিতার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে জমির মালিক হন বিধবা কহিনুর বগম সহ ৪ ছেলে ও ৩ মেয়ে। এরমধ্যে বড় মেয়ে এক সন্তান রেখে প্রায় ৪ বছর পূর্ব মারা যান। এছাড়াও বিধবার এক সন্তান ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে পায়ে গুলিবিদ্ধও হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় তাদের জমিতে হঠাৎ করে গত ২ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মনির হোসেন ফকির, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন তালুকদার ও তার ভাই এনায়েত হোসেন তালুকদার ৪/৫ জন লোকবল নিয়ে বসতঘরের সামনের ২ শতাংশ জমি দখল করে। তারা সেখানে জোরপূর্বক ইটের দেয়াল দিয়ে স্টল নির্মাণ কাজ শুরু করলে স্থানীয়দের সহযোগিতার জন্য ছুটে যান। পরে মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্তরা হুমকি-ধামকি শুরু করে। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতাদের দ্বারস্থ তাদের পরামর্শক্রমে বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা প্রার্থনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বেল্লাল ফরাজী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রজন্মলীগের নেতা হেমায়েত হোসেন তালুকদারের নেতৃত্বে এ ওয়ার্ডে সাধারণ মানুষদের পূর্বের ন্যায় হয়রানী করা হচ্ছে। হেমায়েতের ভাই এনায়েত হোসেন তালুকদার এক সময়ে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকলেও বিগত নির্বাচনে টাকার বিনিময়ে ফ্যাসিস্টদের সাথে প্রচার-প্রচারনায় অংশ নেয়ায় আর দলে ফেরানো হয়নি। কিন্তু বিএনপি’র পদ-পদবীহীন এনায়েত তার ভাই ফ্যাসিস্ট হেমায়েত ও ভগ্নিপতি মনিরকে আশ্রয়-প্রশয় দিয়ে এলাকার বিভিন্ন মানুষকে হয়রানী করে আসছে। তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন সহ এলাকার নিরীহ মানুষের পাশে থাকার উদ্দেশ্যে যুবদল সহ শ্রমিকদলের ৩নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রনি সহ বিএনপি নেতৃবৃন্দ বিধবা কহিনুর সহ অপর ভূক্তভোগীদের পাশে রয়েছি।
তারা বলেন, ইতিমধ্যে এলাকার নিরীহ মানুষের কাছে চাঁদাবাদী করায় চাঁদাবাজী মামলাও দায়ের হয়েছে মনির, হেমায়েত ও এনায়েতের বিরুদ্ধে। তারা এলাকায় আওয়ামী লীগ সময়ে যেভাবে চাঁদাবাজী করতো বর্তমানে অদৃশ্য ক্ষমতায় তা অব্যাহত রেখেছে।
এমন পরিস্থিতির কারন জানতে চাইলে মনির হোসেন ফকির জানান, তিনি মৃত ফারুক হাওলাদারের বোনের কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করেছেন তাই দলিল মূলে মালিক তিনি।
Comments (০)
Add Comment