বরিশালে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
“সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স প্রতিরোধ করি” এই শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে।
২২ নভেম্বর,মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের আয়োজনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে  নগরীতে র‌্যালী বের করা হয়েছে। র‌্যালীটি নগরীর গুরত্বপূর্ন সড়ক পদক্ষিন করে সার্কিট হাউসে এসে শেষ হয়।
পরবর্তীতে সার্কিট হাউস মিলনায়তনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক  অদিতি স্বর্ণার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেবাচিমের পরিচালক ডা:এইচ এম সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা: মারিয়া হাসান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: মোহাম্মদ জাহিদ হোসেন ,ডা: মোঃ নুরুল আলম । এছাড়াও উপস্থিত ছিলেন ডা: সৌরভ সুতার, ডা: মানবেন্দ্র দাস, ডা:খন্দকার মনজুরুল ইসলাম শুভ্র, গাজী আক্তারুজ্জামান হিরুসহ প্রমূখ।
Comments (০)
Add Comment