নিজস্ব প্রতিবেদকঃ ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ১১ জুলাই,সোমবার সকাল ১০ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ বরিশাল এর আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল সিভিল সার্জন ডাঃ এস.এম. মঞ্জুর-এ-এলাহী, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল পরিবার পরিকল্পনা বিভাগ পরিচালক মোহাম্মদ আবুল কালামসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১০টি ক্যাটাগরীতে বরিশাল জেলার শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের ক্যাটাগরীতে শ্রেষ্ঠ উপজে বরিশাল সদর উপজেলা পরিষদ ক্রেস্ট গ্রহণ করেন।