বরিশালে বিশ্ব দুগ্ধ দিবসে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:
‘পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডাঃ মো. আব্দুস সবুর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আহসানুর রেজা, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা দুগ্ধ দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

 

Comments (০)
Add Comment