বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হলো আজ

স্টাফ রিপোর্টার: আজ বরিশাল জেলায় ৩ লাখ ১১ হাজার ১৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার (১৫ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বরিশাল সিভিল সার্জন ডাঃ এস এম মঞ্জুর এ এলাহী।

নবাগত সিভিল সার্জন ডাঃ এস এম মঞ্জুর এ এলাহী জানান, আজ ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। বরিশাল জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ জন স্বেচ্ছাসেবক, প্রতি কেন্দ্রে ২ জন করে মাঠকর্মী এবং ১ জন প্রথম সারির সুপারভাইজার থাকবেন।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৩৪১ জন শিশুকে নীল রঙের ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট (আইইউ) ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৬ হাজার ৭৮৯ জন শিশুকে লাল রঙের ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বরিশালের ১০ উপজেলার ৮৭ টি ইউনিয়নের ২৮৫ টি ওয়ার্ডে ২ হাজার ৬৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং প্রতি উপজেলায় একটি করে অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ সর্বমোট ২ হাজার ৭৩টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে ৪ হাজার ১৪৬ জন স্বেচ্ছা সেবক এর মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

এদিকে সকালে বিসিসি সকল ওয়ার্ডের এ কার্যক্রমের উদ্বোধন করেন, বরিশাল সিটি করপোরেশন সচিব, রুম্পা সিকদার।

এসময় তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগে থেকেই প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আমরা প্রত্যাশা রাখছি মানুষ সতস্পূর্ত ভাবে অংশগ্রহণ করবে আজ। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভালো। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে তাকে এখন এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ছয় থেকে ১১ মাস বয়সী ৮হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ৪৯ হাজার ২৬০ জন শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, নগর মাতৃসদন কেন্দ্রসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ২২টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজ করছে।

বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজরুল ইসলাম শুভ্র জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ বাস্তবায়ন করার লক্ষে আগাম সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হলো আজ
Comments (০)
Add Comment