বরিশালে ভূয়া পুলিশ সদস্য আটক। 

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরী থেকে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপু‌রে নগরীর বান্দ রোডে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আটক করা হয় বলে কোতয়ালী মডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন জানিয়েছেন।
আটক ভুয়া পুলিশ সদস্য হলো- জুম্মান (৩০)। সে নগরীর ২৩ নং ওয়ার্ড টিয়াখালী ঠাকুর বাড়ী পোল এলাকার আব্দুল জলিল মুন্সীর ছেলে। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।
প‌রিদর্শক লোকমান হো‌সেন বলেন, হাসপাতালের সামনে ভ্রাম্যমান দোকানী রেজাউলের কাছে পু‌লিশ প‌রিচ‌য়ে টাকা দাবি করে ওই ব‌্যক্তি। সে বিষয়টি পুলিশকে অবহিত করে। তারা গিয়ে জুম্মানকে আটক করেছে। এ ঘটনায় জুম্মানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।
Comments (০)
Add Comment