বরিশালে মোটরসাইকেল চালকদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধিঃ
মোটরসাইকেল চলাচল প্রস্তাবিত জনবিরোধী নীতিমালা-২০২৩ প্রত্যাহারের দাবি জানিয়ে বরিশালে মানববন্ধন করেছে বরিশালের মোটরসাইকেল চালকরা।

শুক্রবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে দাবি আদায়ে মানববন্ধনের আয়োজন করে বরিশাল বাইকিং কমিউনিটি।

মানববন্ধনে বাইকাররা অভিযোগ করেন, শহরে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের বেশি গতিতে চালানো যাবে না। মহাসড়কে ১২৬ সিসির নিচে ক্ষমতার মোটরসাইকেল চলাচল করতে পারবে না। মহাসড়কে আরোহী পরিবহন করা যাবে না। ঈদ-পূজার আগে-পরে ১০ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এই নীতিমালা গ্রহণযোগ্য না। এই নীতিমালা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তারা বলেন, সড়কে সাইকেল বা রিকশার গতি ঘণ্টায় ২০-২৫ কিলোমিটার। মোটরসাইকেলের মতো একটি বাহনের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার কখনই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. রফিকুল ইসলাম লাবু, দিলরুবা রেজা, মো. জাহিদুল ইসলাম সহ আরো অনেক বাইকার।

Comments (০)
Add Comment