নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে “ম্যাসেজ ফ্রম আল-কুরআন” বই এর মোড়ক উন্মোচন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) বরিশাল প্রশাসনিক ভবন সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ ড. মো. ইমরান চৌধুরী ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) বরিশাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহ তার আয়াতের মাধ্যমে আমাদের জানিয়েছেন আমি ফেরেস্তার সাথে পরামর্শ করি পৃথিবীতে আমার প্রতিনিধি হিসেবে মানুষ পাঠানোর জন্য ৷ তখন ফেরেস্তারা বিরোধিতা করলে তাদের জানানো হয়েছে “আমি যা জানি তা তোমরা জানানা “। “আল্লাহর প্রতিনিধি” যা আল্লাহর পাঠানো আয়াতের মাধ্যমে জেনে বুঝে জীবন পরিচালনা করলে হওয়া সম্ভব। আমরা জানি আমাদের দেশে আল-কুরআন মুখস্থ পড়া হয়, যার মাধ্যমে কুরআন কে বুঝে জীবন পরিচালনা করা সম্ভব নয়। তাই আমাদের মুখস্থ না পোড়ে তার অর্থ বুঝে কুরআন অনুসরণ করে পথ চলতে হবে। আমাদের জীবনের সকল সমস্যার সমাধান একমাত্র কুরআনে আমাদের মাতৃভাষা বাংলায় উপস্থাপন করা হয়েছে। আমাদের নিজের জীবন, পরিবার, সন্তান সহ সকলের মাঝে কুরআনের আলো পৌঁছে দিতে আমাদের এ বই সহায়ক হবে বলে আমার আশা। এতে সমাজে বিশৃঙ্খলা, ঘুষ, সুদসহ নানা অপরাধ বন্ধ হবে। সমাজে একমাত্র সত্য ও সততার পথে চলবে সমাজ।
আরও উপস্থিত ছিলেন, লেখক ও আলোচক এ্যাড. মো. মেহেদি হাসান নিপু। এ্যাড. মো. মেহেদি হাসান নিপু বলেন, মহান সৃষ্টিকর্তা পবিত্র আল- কুরআনে বলেছেন “পড়ো”। আমরা কুরআন পড়া থেকে পিছিয়ে, যা আমাদের জানা, গবেষণা, বুঝার জন্যও পড়া উচিত। আমরা যারা মুসলিম আমাদের জানা উচিত এর মধ্যে মহান সৃষ্টিকর্তা কি দিয়েছেন, কি ভাবে আমাদের জীবন পরিচালনা করতে নির্দেশিকা হিসেবে দিয়েছেন এর মধ্যে। আমাদের সকলের জন্য অনুরোধ কুরআন অর্থ বুঝে পড়বো ও সে অনুযায়ী জীবন পরিচালনা করবো। মুসলিম নামে যে বিভিন্ন মাজহাব তৈরি হয়েছে তাদের সকলের আল- কুরআনের পথে আসা, জীবন পরিচালনায় একমাত্র পথ নির্দেশক হিসেবে অনুসরণ করা উচিত। এতে আমাদের সমাজে মাজহাব নামক বিভেদ থেকে সুন্দর সমাজ গঠিত হবে আমাদের। তার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় বাংলা উচ্চারণসহ বইটি প্রকাশের মাধ্যমে চাচ্ছি মানুষ কুরআন পড়বে এবং অর্থ, তর্জমা বুঝবে।
অধ্যাপক ড. আবদুল বাকী বলেন, সৃজনশীল জ্ঞান সবার থাকেনা, আর যার আছে সে সব সময় তা ব্যবহার করতে পারেনা। পবিত্র কুরআনে যা ১৪শত বছর আগে বলে গেছে, তা এখন উন্নত দেশের বিজ্ঞানীগণ সত্যতা শিকার করছেন। আমরা এ জ্ঞান কুরআন থেকে পেতে হলে বাংলা উচ্চারণসহ প্রকাশিত বই টি আমাদের জন্য জরুরি। আমাদের সকলের এ বইটি পড়া উচিত ও আল্লাহর দিক নির্দেশনা মেনে চলা উচিত।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি এ্যাড. এস এম সাদিকুর রহমান লিংকন, জেলা আইনজীবী সমিতি বরিশাল, সম্পাদক এ্যাড. মির্জা মো. রিয়াজ হোসেন জেলা আইনজীবী সমিতি বরিশাল, অব: জিএম (ভারপ্রাপ্ত) মো. নাসিরউদ্দিন তালুকদার সোনালি ব্যাংক পিএলসি বরিশাল, প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ দৈনিক আজকের পরিবর্তন বরিশাল, সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ রিপোর্টার ইউনিট বরিশাল, সদস্য এ্যাড. মো. আজাদ হোসাইন জেলা আইনজীবী সমিতি বরিশাল প্রমুখ