বরিশালে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে পূস্পার্ঘ অর্পণ করে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ সর্বস্থরের মানুষ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ম মেনে পুষ্পার্ঘ্য অর্পন করার মধ্য দিয়ে শুরু হয়েছে একুশের প্রথম প্রহর।

ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী,বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান বিপিএম-পিপিএম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম,জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলাবাহিনী, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনে ভিন্ন মাত্রা পায় শহীদ মিনার চত্বর।

Comments (০)
Add Comment