বরিশালে যৌথ অভিযানে জাটকা জব্দ করেছে র‌্যাব

নিজেস্ব প্রতিবেদক : বরিশালের দপদপিয়া টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ থেকে ১ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব-৮ ও মৎস অধিদপ্তর।

শনিবার (১৫ মার্চ) মধ্যে রাত ১২ টায় দপদপিয়া টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

তিনি জানান, দপদপিয়া টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ জাটকা বিক্রয়ের উদ্দেশ্যে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশালের সদর কোম্পানী ও জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে। এতে ১০০০ কেজি জাটকা ইলিশ উদ্ধারে সফল হই। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন এলাকায় জাটকা আহরণ করে বাজারজাত করে আসছে। এতে ইলিশ এর প্রজনন, সংরক্ষণ ও বিপননে ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৮, বরিশাল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে ও নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আটক ২বরিশালে যৌথ অভিযানে জাটকা জব্দ
Comments (০)
Add Comment