বরিশালে যৌথ অভিযানে জাটকাসহ আটক তিন

স্টাফ রিপোর্টার: র‌্যাব -৮ ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে তিন জন জাটকা ব্যাবসায়ীকে আটকসহ ৩০৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে র‌্যাব। এসময় পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

শনিবার (২২ মার্চ) বরিশাল দপদপিয়া টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব -৮ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার দপদপিয়া টোল প্লাজা এলাকায় জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরসহ একটি দল এ যৌথ অভিযান পরিচালনা করে। জাটকা ব্যাবসায়ীকে আটকসহ ৩০৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে, মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

বরিশালে যৌথ অভিযানে জাটকা জব্দ
Comments (০)
Add Comment