বরিশালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদকঃ বেলতলায় দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালেও শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

৯ অক্টোবর,বুধবার সকালে ম-পে ম-পে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে।

চন্ডীপাঠের সঙ্গে ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনি বাজছে মন্দিরগুলোতে। মহানগরীর ৪৫টিসহ জেলার ৬৪৭টি মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃংখলাবাহিনী অবস্থান ছিলো লক্ষ্যণীয়।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগরীর মন্দিরে মন্দিরে গিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ নেতাকর্মীরা।

বরিশাল পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিশু বলেন, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। যা আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

Comments (০)
Add Comment