বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক পূর্তি উদযাপন উপলক্ষে বরিশালে ছাত্র সমাবেশ, লাল পতাকার মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়।

সমাবেশের আগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করে হয়। এসময় ঢাকায় ছয় দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ তাদের বেতন বৃদ্ধির দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদের সভাপতিত্বে বক্তৃতা দেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন সিকদার, বরিশাল মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সদস্য রেজওয়ান হোসেন, সরকারি বরিশাল কলেজের সংগঠক শিবানী সিকদারসহ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সূচনালগ্ন থেকে একটি সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার, একই পদ্ধতির গণতান্ত্রিক, বৈষম্যহীন শিক্ষা দাবি করে আসছে। ৬২ এর শিক্ষা আন্দোলন থেকে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে রক্ত ঝরিয়েছে একটি বৈষম্যহীন শিক্ষার দাবিতে। আজও শিক্ষার্থীদের আকাঙ্খিত শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রের কোনো শাসক পূরণ করতে পারেনি। গত জুলাই-আগস্টের চেতনা ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা। অথচ তার প্রতিফলন আমরা আজও দেখছি না। অন্তর্বতীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলেও গঠিত হয়নি শিক্ষা সংস্কার কমিশন। এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি সরকার। ফলে শিক্ষা ঠিক আগের মতো উপেক্ষিত রয়ে গেছে।

Comments (০)
Add Comment