বরিশালে স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নবগ্রাম রোড সংলগ্ন ‘নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়’ এর এক শিক্ষার্থী ও তার মায়ের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের একাধিক অভিভাবক ও শিক্ষার্থী।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রেবা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন- অভিভাবক নাহিদ সুলতানা, নাজনীন আক্তার, খাদিজা, শিরিন সহ শিক্ষার্থী তামিম, সিমরান সামিরা, তাসিন ইসলাম, মারুফ, নিশি, সামিয়া ও জুনায়েত সহ প্রায় অর্ধশত।

লিখিত বক্তব্যে বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তানজিলা আক্তার মাইসা কে নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয় সহ বরিশাল শিক্ষা বোর্ড থেকে পূর্ণাঙ্গ বহিষ্কার এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদি শিক্ষার্থী মাইসার মা খাদিজা আক্তারের উচ্ছৃঙ্খল কার্যকলাপের জন্য শত শত শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি অত্র স্কুলের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত ২৭/১১/২০২৫ তারিখে মাইসা ও তার মা খাদিজা আক্তার স্কুল বসে অন্যান্য অভিভাবকদের সহ স্কুলের ম্যানেজিং কমিটির লোকজন এবং শিক্ষক সহ সকলের সাথে অসৌজন্য মূলক আচরণ শুরু করলে সকল শিক্ষার্থী মাইসাকে বহিষ্কার-এর জন্য তারা তুমুল আন্দোলন করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিমান বন্দর থানার এসআই তারেক ও এএসআই আজমল সহ পুলিশের একটি টিমের উপস্থিতিতে স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রী মাইসার পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। যা গত ৩০/১১/২০২৫ তারিখে দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক আলোকিত বরিশাল পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

Comments (০)
Add Comment