নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর কাশিপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে।
৩১জুলাই,বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাশিপুরের বিল্ববাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় নিহতের ছোট ভাই সুমন সিকদার (৩৫), বোন মুন্নি বেগম (৩৮) কে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত বোন মুন্নি বেগম জানান, একই গ্রামের বাসিন্দা জাকির হোসেন গাজী তার স্বামী। কিন্তু সম্প্রতি জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করেছে। এ নিয়ে পারিবারিক বিরোধ হয়। সম্প্রতি এ নিয়ে তিনি ও স্বামী পাল্টাপাল্টি মামলা করেন। মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার আদালত থেকে জামিন নিয়ে পুলিশের সাথে বাড়িতে আসেন। তখন পুলিশের সামনে একদল লোক তাদের উপর হামলা করে ঘরে ভাঙচুর ও আগুন দিয়েছে। এছাড়াও ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। তাদেরও কুপিয়ে পিটিয়ে আহত করেছে। এ ঘটনার বিচার দাবি করেছেন মুন্নি।
স্থানীয়রা জানান, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা লিটু এলাকায় চাঁদাবাজি করে। তার জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী। কয়েকদিন পূর্বে তার ভগ্নিপতি জাকির হোসেনকে মারধর করে গোপনাঙ্গে বিদ্যুৎ শক দিয়েছে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়। বিকেলে পুলিশ নিয়ে লিটু বাড়িতে আসে। তখন স্থানীয়রা বিক্ষোভ করে পুলিশের সামনেই স্থানীয়রা লিটুকে গণধোলাই দিয়ে মেরে ফেলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কুপিয়ে লিটুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। বোন ও ছোট ভাইকেও কুপিয়ে জখম করা হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রিয়াদ হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে থেকে বিপুল পরিমাণে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি।