বরিশালে ২০ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২০ ফেব্রুয়ারি,সোমবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

এবছর বরিশাল জেলার ১০ উপজেলায় ১২-১৫ মাস বয়সের সকল শিশুদের ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল ও ০৬-১১ মাস বয়সের সকল শিশুদের ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন নীল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এবিষয়ে শনিবার বিকেলে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান জানান, বরিশাল জেলার ১০ উপজেলার ৮৭ টি ইউনিয়ন, ২৬১ টি ওয়ার্ড, ২০৮৮ টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৯টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২ লাখ ৯৭ টি টিকাদান কেন্দ্রে ৪ হাজার ১৯৪ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছা সেবকের মাধ্যমে ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ৭৪ হাজার ৬৩৩ জন শিশুদের ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল ও ০৬-১১ মাস বয়সের ৩৩৯০৯ জন শিশুকে ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল, জেলা ইপিআই সুপার এবিএম এনায়েত হোসেন।

Comments (০)
Add Comment