বরিশালে ৩ দফা দাবিতে সিএনজি চালক ইউনিয়নের প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে রেজিস্ট্রেশনকৃত গাড়ি চলাচলসহ ৩ দফা দাবিতে সিএনজি চালক ইউনিয়নের প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সিএনজি থ্রি হুইলার চালক ইউনিয়নের এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়। প্রতীকী অনশনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সিএনজি, এলপিজি থ্রি হুইলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান জাহাঙ্গীর।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান, বরিশাল জেলা সিএনজি, এলপিজি থ্রি হুইলার চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক মো. ইসা, সদস্য মিজান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য মো. রমজান, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বরিশাল জেলার সংগঠক আইউব আলী, রিয়াজুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিআরটিএ কর্তৃক বরিশাল জেলায় রেজিস্ট্রেশনকৃত ৪শ’ বৈধ গাড়ি বিগত ১১ মাস ধরে চলাচল করতে পারছেনা। অথচ শ্রমিকরা বৈধ গাড়ি চালাবার আশায় কিস্তিতে এই গাড়ি ক্রয় করে এখন মানবেতর জীবনযাপন করছে। বক্তারা বরিশাল জেলায় রেজিস্ট্রেশনকৃত সিএনজি চালকদের পক্ষে ৩ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো- জেলাপর্যায়ে সিএনজি গাড়ির চলাচল নিশ্চিত কর। আন্তঃজেলা হাইওয়ের পাশে সার্ভিস লেন চালু কর, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিলের জন্য মেট্রো এলাকায় হাইওয়ে ব্যবহারের বিশেষ অনুমতি দিতে হবে, জেলা পর্যায়ে সি এন জি গাড়ির চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত শোরুমের কিস্তি স্থগিত করতে হবে।

Comments (০)
Add Comment