স্টাফ রিপোর্টারঃ এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে বরিশালে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
১৪ জানুয়ারি,বুধবার সকাল ১০ টায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে বেলস পার্ক মাঠে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ২০২৬ এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) পিপিএম, বিপিএম সুশান্ত সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন।
পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।