স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরির বেলস্ পার্কে ২ ডিসেম্বর ইসলামী ও সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। আর এ সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি ও সার্বিক বিষয়ে অবহিত করণের লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১ ডিসেম্বর,সোমবার দুপুরে নগরির কিং ফিসার আবাসিক হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিভাগীয় সমাবেশের প্রস্তুতির বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, আমরা আশা করছি ১০ লক্ষ মানুষের সমাগমে এই সমাবেশ বরিশালে জনসমুদ্র রূপ নেবে এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে, বেলস্ পার্কে লোক ধরবে না ইনশাল্লাহ। তবে আমরা খবর পেয়েছি, কোনো একটি দলের ইঙ্গিতে বাস মালিক সমিতির সাথে চুক্তি করা বাসগুলো দিতে এখন অস্বীকৃতি জানানো হচ্ছে। বাস নিয়ে তারা আসতে না চাওয়া, আমরা চিন্তিত দূর দূরান্ত থেকে লোক আসার বিষয়ে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, সমাবেশের নিরাপত্তার জন্য প্রায় ৩০০জন স্বেচ্ছাসেবক কাজ করবে। এছাড়াও আগত মুসুল্লিদের জন্য সেনিটেশন ও অজুর ব্যবস্থা থাকবে, মাঠেও নামাজের ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিং এর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।
সমাবেশকে শান্তিপূর্ণ রাখার বিষয়ে নেতৃবৃন্দ বলেন, হাউকাউ, ঠেলাঠেলি, মারামারি হবে না, আমরা শান্তিপূর্ণ সমাবেশের অঙ্গীকার করছি, ইনশাল্লাহ। এই সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সম্পন্ন হবে— এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা কারও প্রতি সংঘাত বা উসকানির রাজনীতি চাই না, বরং সত্য, শান্তি, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠা— এটাই আমাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর ও জেলার আমির অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলার সভাপতি মাওলানা মো. জোবায়ের গালিব ও মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম,খেলাফত মজলিস বরিশাল জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি বরিশাল জেলার সভাপতি মুহাম্মদ মনির হোসেন সহ সমমনা ৮ দলে বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।