বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ২৬ চিকিৎসক সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে চেম্বারকৃত ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারী কর্মস্থলে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদায় যারা পদোন্নতি পেয়েছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেয় আইবিএইচ কর্তৃপক্ষ।

১৭ জানুয়ারী শনিবার দুপুর দুইটায় নগরীর সদর রোড সেডোনা কনফারেন্স সেন্টারে এতে অংশ নেন প্রায় শতাধিক চিকিৎসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. মনিরুল আহসান, ড্যাব বরিশালের সভাপতি ডা. কবিরুজ্জামান, এনডিএফ বরিশালের সেক্রেটারি ডা. কেএম জাহিদুল ইসলাম, শেবামেক এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. মনিরুজ্জামান শাহীন ও শেবামেক এর ইউরোলজীর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রফিকুল বারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র অফিসার (প্রশাসন) আব্দুল রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিসার-১ (প্রশাসন) আশিকুল হায়দার মানিক।

অনুষ্ঠানে যেসব চিকিৎসকদের সংর্ধনা দেওয়া হয় তারা হলেন, প্রফেসর ডা. মনিরুল আহসান, প্রফেসর ডা. রফিকুল বারী, সহযোগী অধ্যাপক ডা. মাছুম আহমেদ, ডা. আফজাল করিম, ডা. মুজিবুর রহমান, ডা. বর্না, ডা. মাশরুর রহমান আবীর ও ডা. হাওয়া বেগম। সহকারী অধ্যাপক ডা. তানিয়া আফরোজ, ডা. মহসেনা আক্তার হাবীবা, ডা. এইচএম মাসুম বিল্লাহ, ডা. কামাল হোসেন, ডা. মাসুদ খান, ডা. কেএম জাহিদুল ইসলাম, ডা. কাজী মনিরুল ইসলাম, ডা. রাহাতুন নাঈম ম্যাগলিন, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. গোলাম কিবরিয়া হিমু, ডা. তৌফিক-ই-এলাহী, ডা. আলমগীর হোসেন, ডা. শাহ আলম ও ডা. আফজাল হোসেন জুয়েল।

Comments (০)
Add Comment