স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য বরিশাল ক্যডেট কলেজের তিনদিন ব্যাপি বরিশাল ক্যাডেট কলেজের “৪৩তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫” শুরু হয়েছে।
সুসজ্জিত কলেজ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন বরিশাল ক্যাডেট কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্ণেল তাহসিন সালেহীন, পিএসসি, পদাতিক।
কলেজ গেমস প্রিফেক্ট ক্যাডেট ইফতি প্রধান অতিথির কাছ থেকে মশাল প্রজ্জ্বলন করে মাঠ প্রদক্ষিণ করে। এরপর কলেজ প্রিফেক্ট ক্যাডেট ফাহমিদ প্রধান অতিথির কাছ থেকে প্যারেডের অনুমতি গ্রহন করে বাদকদলের বাদ্যযন্ত্রের তালে ক্রীড়া প্রতিযোগিদের নিয়ে প্যারেড প্রদর্শনের মাধ্যমে মাঠ ত্যাগ করে। তিনদিন ব্যাপি আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনে প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্ট এ অংশগ্রহণ করে।
কলেজের তিনটি হাউসের ক্যাডেটবৃন্দ ছোট দল, মধ্যম দল ও বড় দলে বিভক্ত হয়ে মোট ২৬টি ট্র্যাক ইভেন্ট ও ১৯টি ফিল্ড ইভেন্টে তিনদিন ব্যাপি এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
২৪ ডিসেম্বর প্রতিযোগীতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তর’র এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।