বরিশাল নগরীতে প্রকাশ্যে গুলি,জনমনে আতংক সৃষ্টি

বরিশাল নগরীতে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে। রাতভর প্রকাশ্যে প্রতিপক্ষের উপর গুলি ছোড়ায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরেছে।

১৭ডিসেম্বর,বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরীর নূরিয়া স্কুলের পিছনে রিফিউজি কলোনির সরদার মঞ্জিলের সামনে এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা যায়, মোটরসাইকেলে করে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছে। সেসময় সড়কের দু’পাশে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করছে অনেকে। রাত এগারোটার দিকে রিফিউজি কলোনীর সরদার মঞ্জিলের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, রিফিউজি কলোনীর ‘কসাই সালামের’ ছেলে রকি ‘নাকা কাটা রুবেলকে’ উদ্দেশ্য করে গুলি চালিয়েছে। রকি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সেই বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে প্রকাশ্যে গুলি চালিয়েছে রকি। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গোলাগুলির ঘটনা অস্বীকার করে বলেন, মাদকের ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে ‘অস্ত্র দিয়ে গোলাগুলি নয়’ কোন ঘটনা ঘটেনি, দেশীয় অস্ত্র ছিলো। এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Comments (০)
Add Comment