বরিশাল নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় বাবা মেয়ে আহত। 

নিজস্ব প্রতিবেদক : নগরিতে অটোরিক্সা ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার, বিকাল ৫ ঘটিকায় বরিশাল নগরীর বেলস পার্কের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত ব্যাক্তি  নগরীর দপ্তরখানা রোড ভুঁইয়া ম্যানশনের বাসিন্দা  মৃত মোঃ জালাল সরদারের ছেলে মো: আলম সরদার। স্থানীয়রা জানান,  বঙ্গবন্ধু উদ্যানে আলম সরদার (৩৫) নামের এক ব্যাক্তি তার মেয়ে মুনিয়া (৭) ও ভাতিজি  সুমাইয়া (৬) কে নিয়ে ঘুরতে বের হয় তখন বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির অটোরক্সা মটর সাইকেল কে চাপা দেয়। এতে ঘটনা স্থলে আলম সরদারের পা ভেংগে যায় ।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে আলম তার মেয়ে মুনিয়া ও ভাতিজি সুমাইয়া কে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সুজন নামে এক ব্যাক্তি জানান,বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিক্সার গতির কারণে এই দুর্ঘটনা ঘটে।
শেবাচিম হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, আলম সরদারের বাম পা ভেংগে গেছে তার শিশু মেয়ে মুনিয়া  ও ভাতিজি সুমাইয়ার মাথায় ও শরীরে আঘাত লাগে।
Comments (০)
Add Comment