বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলের পুনর্নিরীক্ষণে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ১২ জন শিক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়েছে ৭৬ পরীক্ষার্থীর।

এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। জিপিএ ৫ পাওয়া ১৫ শিক্ষার্থীর নম্বর বেড়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানিয়েছেন।

তিনি বলেন, মোট ৫ হাজার ৫০৬ শিক্ষার্থী ১০ হাজার ৯৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আবেদন করা হয়। ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পরের দিন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের ৯৪ হাজার ৮৭১ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৫ হাজার ১৪ পরীক্ষার্থী। এছাড়া ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।

শনিবার প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে পাস করা ১২ জনকে নিয়ে এখন মোট সংখ্যা হয়েছে ৮৫ হাজার ২৬ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা হয়েছে ১০ হাজার ৯৬ জন।

Comments (০)
Add Comment